লামায় একটি কবুতরের বিষয়কে কেন্দ্র করে অন্ত:সত্তা নারীর উপর হামলা

Generic placeholder image
  Ashfak

কবুতরের পালক তুলে দেয়ার বিষয়কে কেন্দ্র করে সন্তান সম্ভাবা এক নারীকে বেধড়ক মারধর করেছে প্রতিবেশি কয়েকজন। হামলার শিকার ওই নারী বর্তমানে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি লামা পৌরসভা ৭ নং ওয়ার্ড মধুঝিরি গ্রামে ঘটেছে। এই ঘটনায় আহত নারীর স্বামী মোঃ আকবর হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে লামা থানায় একটি অভিযোগ করেন। প্রকাশ, প্রতিবেশি শাহারাজ (৫০), পিতা-মৃত মোজাম্মেল হক, ঝর্ণা (২৫), স্বামী-মোঃ জাহেদুল ইসলাম ও মিনুআরা বেগম (৪০), স্বামী- শাহারাজ মিলে বুধবার ১১ অক্টোবর বিকেলে আকবর হোসেনের অন্তঃসত্তা স্ত্রীকে বেধড়ক মারধর করে। এতে তার সন্তান সম্ভাবা স্ত্রীর শরীলের বিভিন্ন অঙ্গে আঘাত প্রাপ্ত হয়। ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়, 'গত ৫ অক্টোবর বিবাদীদের ১টি কবুতর উড়ে এসে আকবরের ঘরে ঢুকে যায়। ওই সময় আকবরের শিশু মেয়ে কবুতরটি ধরে পাখার পালক ফেলে দেয়। এই বিষয়কে কেন্দ্র করে বিবাদীরা মেয়েটিকে গালমন্দসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে রাস্তার উপরে বসত বাড়ির সামনে বিবাদীগণ দলবদ্ধ হয়ে এলোপাথাড়ি মারধর, তল পেটে লাথি মেরে গর্ভবতী মহিলাকে মাটিতে  ফেলে দিয়েও কিল ঘুষি মেরে অজ্ঞান করে সটকে পড়ে। খবর  পেয়ে সেখান থেকে স্বজনরা উদ্ধার করে আহত নারীকে।
জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)