লালমনিরহাটের পাটগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

Generic placeholder image
  Ashfak

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

রবিনার (৮ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থয়ানে এ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

শুকনো খাবার বিতরণ করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, খোরশেদ আলম রেজা, ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সিকিমের পানিতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় দহগ্রাম ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ নদী তীরবর্তী ২শত ৮০টি পরিবারের মাঝে চাল ১০কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, লবন ১কেজি, চিনি ১কেজি, হলুদ গুড়া, মরিচ গুড়া ও ধনিয়া গুড়া বিতরণ করা হয়।
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)