লামা ফাঁসিয়াখালী ইয়াংছা বাজারে স্থানীয়দের সাথে পার্বত্য মন্ত্রীর মতবিনিময় সভায় মানুষের ঢল

Generic placeholder image
  Ashfak

সারা দেশের সাথে পাল্লা দিয়ে বঙ্গবন্ধু কন্যার সরকার পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন করেছেন। যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবাসহ পার্বত্যবাসীর জীবন মানোন্নয়নে এমন কোনো কাজ নেই, যেটা আওয়ামীলীগ সরকার করেন নাই। স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে যারা সরকারে ছিলো, দেশ ও মানুষের জন্য তারা কি করেছে  (?)। বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা, বিনামূল্যে বই প্রদান, আশ্রয় হীনদের ভূমিসহ গৃহ উপহার ইত্যাদি সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন এই সরকার। শুক্রবার (৬ অক্টোবর) লামা পৌরসভায় ১২ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী  বীর বাহাদূর উশৈসিং এমপি এসব কথা বলেন। এসময় সভাস্থলে উপচে পড়া মানুষ দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিগত এক বছরে শুধু লামা উপজেলা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, এলজিইডি কর্তৃক সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন পরিকল্পনায় লামা উপজেলার প্রতিটি গ্রাম সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এরফলে দূর্গমের গ্রামগুলোতে তিন দিনের পথ এখন আধা ঘন্টা বা এক ঘন্টায় পৌঁছা যায়। মন্ত্রী বলেন, পাহাড়ে দুই যুগের প্রাণঘাতী সংঘাতের অবসান করে হাসিনার সরকার শান্তি নিশ্চিত করে জনগোষ্ঠীর মুখে হাসি ফুটিয়ে তোলার পাশাপাশি ভাগ্য উন্নয়নে বিশাল উন্নয়ন সাধন করেছেন। ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, জেলার গন্ডি পেরিয়ে উপজেলা পর্যায়ে কলেজ, কারিগরি স্কুল এন্ড কলেজ করা হয়েছে। বীর বাহাদুর চ্যালেঞ্জ করে বলেন, এই সরকারের ৫ বছরের সম পরিমান উন্নয়ন অন্য কোনো সরকার শত বছরেও করতে পারবেনা; বিগত সরকারগুলো সে নজির রেখে গেছে।
তিনি আরো বলেন, এখনো সরকারের পরিকল্পনামতে স্মার্ট সমাজ গড়তে পাহাড়ে অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। আওয়ামীলীগ সরকারকে আপনারা সমর্থন দিন, আবারো সরকার গঠন করে উন্নত সমৃদ্ধশালী সমাজ পাবেন। মন্ত্রী বলেন, লামার সকল উন্নয়নের ভার আমার উপর ছেড়ে দিন, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার মুল্যায়ন ও দায়িত্ব পালনে শতভাগ সচেষ্ট থাকবো। বিগত সময় ৬ দফে দায়িত্ব দিয়েছেন আমাকে, কতটুকু করতে পেরেছি, সে মূল্যায়ন মূলবোধ আপনাদের রয়েছে। সঠিক নেতৃত্বের  ধারাবাহিকতা থাকলে সমাজ জীবনের মানোন্নয়নের কাঙ্খিত টেকসই লক্ষ্য অর্জিত হয়। সভায় প্রসঙ্গ টেনে বিশেষ অতিথি আওয়ামীলীগ নেতা কাজল কান্তি দাশ বলেন, রাজার শাসন দরিদ্র প্রজাদের কোনোদিন শান্তি দেয়নাই। রাজারা শুধু গরিব প্রজাদের থেকে ট্যাক্স আদায়ে পারদর্শী। তাদের দিয়ে উন্নয়ন হয়নি আর হবেও না। তিনি পার্বত্য বীরের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগামীতে রাজার সনদ প্রথা বাতিল করে সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে হবে। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে ও লামা উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্যদেন, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ সেক্রেটারী লক্ষীপদ দাশ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম। এর আগে মন্ত্রী ইয়াংছা খালের উপর নির্মানাধীন গার্ডার সেতু ও কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন করেন।
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)