রাণীশংকৈলে ৪ টি সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলে এম পি হাফিজউদ্দীন 

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল সোমবার (২অক্টোবর) পৃথক পৃথক ৪টি পাকা রাস্তার উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ।  উপজেলার নন্দুয়ার ইউনিয়নে জিডিআরবি প্রকল্পের আওতায় খুঁটিয়াটুলি বাজার হইতে বনগাঁও উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি রাস্তা যার দৈর্ঘ্য ৫৭০ মিটার, নির্মাণ ব্যায় ৬০ লক্ষ ৪০ হাজার ৬ শত ২৩ টাকা, মীরডাঙ্গী কবরস্থান হইতে সিরাজুলের ঘুন্টি ভায়া বনগাঁও ভোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যার দৈর্ঘ্য ৫ শত মিটার নির্মাণ ব্যায় ৪৭ লক্ষ ১০ হাজার ১ শত ২২ টাকা,  বাচোর ইউনিয়নে রফিক ফিলিং স্টেশন (বাঁশবাড়ী) হইতে সহোদর ঘুন্টি পর্যন্ত  যার দৈর্ঘ্য ৫ শত মিটার নির্মাণ ব্যায় ৪৬ লক্ষ ৪৬ হাজার ৪১৬ টাকা ও জয়কালী হাট ফুটানি টাউন সড়কের কামালের বাড়ী হইতে দোশিয়া ভাটা পাড়া মতিউরের বাড়ি পর্যন্ত রাস্তা যার দৈর্ঘ্য ৫ শত মিটার নির্মাণ ব্যায় ৪৬ লক্ষ ৯১ হাজার ৫শত ৮৬ টাকা। 
এসব রাস্তা উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও শাহরিয়ার রহমান, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইসচেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের,প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, জাপা ইউনিয়ন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন,
প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,  ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, ইউপি সদস্য শাহাদাৎ আলী প্রমুখ। 

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)