লোহাগড়ায় অকাল প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত 

Generic placeholder image
  Ashfak

নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত  শিশু শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা  সংগীত একাডেমীর প্রতিষ্ঠাকালীন  সাধারণ সম্পাদক অকাল প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় লক্ষ্মীপাশাস্হ আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানের  সভাপতি মো: লিয়াকত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায়  স্মরণ সভায় বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র মো: আশরাফুল আলম,  প্রতিষ্ঠানের শিক্ষক ও শিল্পী শক্তি প্রসাদ চট্টোপাধ্যায়, হাসান খান,  শাহরিয়ার আলম শাহীন,  দৈনিক কালবেলার লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরান হোসেন  ও শিল্পী মিলু ঠাকুরের ছেলে রাজিন ঠাকুর প্রমূখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রিফাত বিন ত্বহা, জহির ঠাকুর, শরিফুজ্জামান, মোঃ মোস্তফা কামাল, কাজী জিয়াউর রহমান লোটাস, হাসান খাঁন,মোঃ চুন্নুসহ প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,  ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর হৃদরোগ আক্রান্ত হয়ে শিল্পী মিলু ঠাকুর মৃত্যুবরণ করেন। 
 ইকবাল হাসান/নড়াইল প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)