অনলাইনে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ 

Generic placeholder image
  Ashfak

অনলাইন প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আত্মসাৎ এর অভিযোগে উঠেছে মুরশেদ আলম (২৬) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। 

গত মঙ্গলবার ২৬ (সেপ্টেম্বর) অনলাইনের মাধ্যমে নিজেকে ভিভো কোম্পানির প্রতিনিধি পরিচয় দেয় অভিযুক্ত মুরশেদ আলম।
ঐসময়, পরদিন ২৭ সেপ্টেম্বর ডেলিভারির শর্তে 

vivo x90 pro মডেলের একটি মোবাইল ফোনের অর্ডার দেয় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার আপিয়ার  রহমানের ছেলে সুজন। পরে, বিকাশের মাধ্যমে মুরশেদ আলম-01978214318 নাম্বারে টাকা পাঠাতে বললে উক্ত নাম্বারে ৫ হাজার টাকা পাঠায় ভুক্তভোগী সুজন। 


পরদিন বুধবার ২৭ (সেপ্টেম্বর) মুরশেদ আলমের দেয়া-01996482539(ডেলিভারি ম্যানের মোবাইল নাম্বার) এ ফোন দেয়া হলে ফোন রিসিভ কারী ব্যাক্তি বলে আমি বাসে আছি আপনার ঠিকানায় আসতেছি। দীর্ঘ সময় পার হলে পুনরায় নাম্বার টিতে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। 

তখন অভিযুক্ত মুরশেদ আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সে বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকে। 

প্রতারনার শিকার ভুক্তভোগি সুজন বলেন, ভিভো একটি সনামধন্য মোবাইল কোম্পানি। মুরশেদ আলম নাম পরিচয়ে ওই ব্যাক্তি উক্ত কোম্পানির প্রতিনিধি পরিচয় দিলে আমি একটি মোবাইল ফোন কেনার আগ্রহ প্রকাশ করি এবং তার কথামত বিকাশে ৫০০০ টাকাও পাটাই কিন্তু মোবাইল হাতে পাইনি। এখন মনে হচ্ছে, প্রতারনার মাধ্যমে আমার টাকাগুলো সে আত্মসাৎ করেছে। 
এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)