মিরসরাইয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে স্বপ্নের মিরসরাই’র শিক্ষা উপকরণ বিতরণ

Generic placeholder image
  Ashfak

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের মিরসরাই’র উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হকের সঞ্চালনায় এবং স্বপ্নের মিরসরাই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন, সাংবাদিক আশরাফ উদ্দিন ও চৌধুরী আফছার। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন, সাংবাদিক আশরাফ উদ্দিন, এম আনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ ও সিহাব উদ্দিন শিবলুকে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য রাহাত, মেহেরাজ, মিরাজ, সাইফুল, সদর উদ্দিন ও মুক্তার উপস্থিত ছিলেন। এছাড়া স্বপ্নের মিরসরাই’র উদ্যোগে আয়োজিত ফটো কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার নুরানী থেকে শুরু করে আলিম পর্যন্ত ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম ও খাতা প্রদান করা হয়।
 
স্বপ্নের মিরসরাই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। এই অধিকার সুন্দরভাবে বাস্তবায়নে আমাদের ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। আমাদের অন্যান্য সেবার মধ্যে অন্যতম পঙ্গু মানুষের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ করা। এছাড়া মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে শীতকালীন কম্বল বিতরণ এবং হতদরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হয় সংগঠন থেকে। শিক্ষা ও মানবিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত রাখতে আমাদের সংগঠনের সদস্যরা সবসময় ঐক্যবদ্ধ।
রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)