খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের বাস দূর্ঘটনায় আহত ১০

Generic placeholder image
  Ashfak

খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লোকাল বাস চট্টমেট্টো-জ ১১-০১৮৫ এর খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের উপজেলা ওসমান পল্লী স্থানের দুটি বাস ওভারটেকিং করতে গিয়ে লোকাল বাস সড়কের এক পাশে উল্টে যায়।এতে দুই ঘণ্টার সয়য় পর্যন্ত সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯ টায় দিকে এই দূর্ঘটনায় ঘটে। এসময় লোকাল বাসের ৮/১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন পাঠায়। চিকিৎসকেরা আহতদের চিকিৎসা দেন । উপজেলার বড়ডলু পাড়া বাসিন্দার সাহেরা খাতুন (৬৫) বেশি গুরুত্ব আহত হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মহি উদ্দীন জানান, আহতের মধ্যে একজন নারী গুরুত্বর আহত। তাকে (সাহেরা খাতুন) চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাস দুই ঘণ্টার অধিক সময় সড়কে পড়ে থাকায় প্রায় শতখানেক বাস-জীপ, সিএনজি অটোরিকশা জ্যাম পড়ে শত শত যাত্রীরা দুর্ভোগে পড়েন। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল ৯টার দিকে দুই বাসের ওভারটেকিং করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)