হারের পর ভারতের কাছে কৃতজ্ঞ পাকিস্তান

Generic placeholder image
  Ashfak

ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও বৃষ্টির হানা, তবে শেষ অবধি খেলার ফলাফল পাওয়া গেছে ভারত বিরাট কোহলি লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাবর আজমদের জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান

 সোমবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান এমন হারের পরও ভারতের কাছে কৃতজ্ঞ পাকিস্তান হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন

নির্ধারিত দিনে (রবিবার) বৃষ্টির বাগড়ার পর সোমবার (১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডেতে গড়ায় ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচ এদিন প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে জোড়া ফিফটি আর জোড়া সেঞ্চুরিতে উইকেটে ৩৫৬ রানের বড় সংগ্রহ পায় ভারত

অন্যদিকে, বড় টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং ভারতীয় বোলারদের তোপে বাবর আজমরা থেমেছে মোটে ১২৮ রানে আর তাতে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮) হারের লজ্জাও পেল পাকিস্তান

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারকে বিশ্বকাপের আগমুহূর্তে সতর্কবার্তা হিসেবে দেখছেন বাবরদের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন এমনকী যথাসময়ে এমন ধাক্কাকে উপহার হিসেবে দেখছেন তিনি! নিউজিল্যান্ডের এই কোচ বলেন, আমরা গত মাস ধরে একটি ম্যাচও হারিনি

তাই এটি (ভারতের বিপক্ষে হার) একটি সময়োপযোগী সতর্কসংকেত আমাদের প্রতিনিয়ত নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে আমাদের কাছে গত দুই দিনে এটি উপহার

ব্যাট-বলে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান ব্র্যাডবার্নও সেটি স্বীকার করলেন অকপটে তিনি বলেন, আমরা খেলার প্রতিটি বিভাগেই হেরেছি কোনো অজুহাত নেই গত দুই দিনে আমরা যথেষ্ট ভালো খেলিনি

আরও পড়ুনঃ সুপার ফোরে উঠেই গেল বাংলাদেশ!

 

এবারের এশিয়া কাপে প্রথম দেখায় ভারতীয় টপ অর্ডার একাই গুড়িয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ার আগে ভারত অলআউট হয় ২৬৬ রানে তবে দ্বিতীয়বার মুখোমুখিতে উল্টো পাক পেসারদের ওপর চড়াও হয়েছে রোহিত-গিল কোহলিরা

অবশ্য নিয়ে তেমন অবাক হননি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেন, অবশ্যই চমক ছিল না সবাই দেখেছে আমাদের বোলিং আক্রমণ কতটা প্রাণঘাতী এবং ভালো দলগুলো সেটাকে মোকাবিলা করতেই চাইবে

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা নিয়ে এই কোচ বলেন, আমাদের ব্যাটাররা নিয়মিত রান পাচ্ছেন না তবে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে তারা আবারও ঠিকই ঘুরে আসবে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)