রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে চার্জারভ্যান ও দোকান ঘরের চাবি হস্তান্তর  

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১১সেপ্টেম্বর) দুপুরে অফিসার্স ক্লাব চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক মুক্ত কর্মসূচির অংশ হিসাবে ৬ জন ভিক্ষকের মাঝে অটো চার্জার ভ্যান ও দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়। 
এ সময়  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও শাহরিয়ার রহমান,সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
উপকারভোগী হিসাবে উপজেলার নেকমরদ ভুকুরগাঁও গ্রামের সলিমউদ্দিন, যদুয়ার গ্রামের বাহাদুর, দোশিয়া গ্রামের আব্দুলকে একটি করে অটো চার্জার ভ্যান এবং  সন্ধারই সাতঘরিয়া গ্রামের মোকবুল হোসেন, হাটগাঁও গ্রামের বদিউল আলম এবং কোচোল গ্রামের রমজান আলীকে একটি করে নির্মাণকৃত দোকান ঘরের চাবি হস্তান্তর করা হয়।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)