কমলগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Generic placeholder image
  Ashfak

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। আলোচনায় অংশ নেন  কমলগঞ্জ  প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাজিদুর রহমান সাজু, প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, শাব্বীর এলাহী, শাহীন আহমেদ, জয়নাল আবেদীন, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, আর, ক, সৌমেন, মোনায়েম খান, মাইদুল ইসলাম প্রমুখ।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কমলগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)