সরিষাবাড়ীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা 

Generic placeholder image
  Ashfak

জামালপুরের সরিষাবাড়ীতে বিজয় হাসান (১৪) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে।

গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত কিশোর ওই এলাকার আব্দুল লতিফের ছেলে। সে বনগ্রাম এলাকায় আলহাজ্ব মুনছের আলী চাইল্ড কেয়ার একাডেমী সেন্টারে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো সেই স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে গোপনে বিষপান করে। পরে পরিবারের লোক জন বিষপানের বিষয়টি বুঝতে পেরে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেকেই বলেন, ‘পাশের গ্রামের এক মেয়ের সাথে বিজয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে রাজি ছিলো না মেয়ের পরিবারের লোকজন। মুলত এই বিষয়েই অভিমান করে জয় বিষপান করেছেন বলে ধারণা করেছেন স্থানীয়রা।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মহব্বত কবির বলেন, ‘বিষপানে আত্মহত্যার বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।
শাকিল আহম্মেদ সরিষাবাড়ি,  (জামালপুর) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)