রাণীশংকৈলে মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ নূরানী হাফিজীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করার অপরাধে ওই মাদ্রাসার শিক্ষক রজব আলী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রজব আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চড়লপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি পাশ্ববর্তী বালিডাঙ্গী উপজেলার করিয়া-কলমদা গ্রামে। সে ওই মাদ্রাসায় আবাসিকে থেকে পড়ালেখা করতো। সোমবার ২৮ আগস্ট বিকাল ৪ টায় রাণীশংকৈল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আসাদুজ্জামান প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান। এ সময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ওসি তদন্ত মহসিন আলী ও বালিয়াডাঙ্গী থান অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন উপস্থিত ছিলেন। প্রেস রিলিজে জানানো হয় গত ২৫ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ওই নূরানী মাদ্রাসায় আবাসিক ভবনে থাকা ওই শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক রজব। ভুক্তভোগী শিক্ষার্থী পরদিন তার দাদীকে ঘটনাটি জানায়। গত রবিবার ২৭ আগস্ট রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করে। তাৎক্ষণিক রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী,এসআই সফিকুল ইসলামসহ পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষকের নিজ বাড়ি সৈয়দপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাণীশংকৈল থানা পুলিশ নারী ও শিশু ধর্ষণ আইনে ধর্ষক রজব আলীর নামে থানায় একটি মামলা রুজু করে আজ বিকালে তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।

হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)