প্যান্টের নীল জিপারে মোড়ানো ছিল ৫শ’ পিচ ইয়াবা

Generic placeholder image
  Ashfak

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে ৫শত পিস ইয়াবাসহ রমেন্দ্রনাথ সরকার ওরফে রমেন সরকার(৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৬ আগস্ট ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকার আল্লাহর দান কাচ্চি বাড়ি রেস্তোরাঁর সামনের থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত রমেন সরকার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সাতপাড়  গ্রামের  রসিদ লাল সরকারের ছেলে।
 বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পটুয়াখালী পুলিশ সুপার (অপরাধ ও প্রসাশন) আহমদ মাঈনুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি  রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকার আল্লাহর দান কাচ্চি বাড়ি রেস্তোরাঁর সামনে একজন মাদক ব্যবসায়িক মাদক বিক্রি উদ্দেশ্য দাড়িয়ে আছে। এমন সংবাদে এসআই এস এ এম ফরহাদ রাহী মীরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে রমেন সরকার  নামের একজনকে আটক করে তার দেহ তল্লাশি করে তিনটি ছোট ছোট প্যাকেটে প্যান্টের নীল রং জিপারে দুইটিতে ২শ’ পিস করে মোট ৪শ’ ও আর একটি জিপারে ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম সালাউদ্দিন বলেন,আটককৃত আসামির নামে রাজৈর থানাতে একটি মাদক মামলা করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।
রাকিব হাসান ,মাদারীপুর 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)