খাগড়াছড়ি জেলা শাখা মারমা যুব ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা

Generic placeholder image
  Ashfak

খাগড়াছড়ি জেলা শাখা বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা শুক্রবারে সকালের গোলাবাড়ি টিটিসি মোড়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ নিজস্ব ভবন হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি পরিচিতি সভা নব জেলা কমিটি বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সাধারন সম্পাদক সাথোয়াইপ্রু চৌধুরী সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নব কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ¤্রাসাথোয়াই মারমা, বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক জেলা কমিটি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কংচাইরী মাষ্টার, সদস্য সচিব কংজপ্রু মারমা, সাংগঠিক সম্পাদক সুইহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি আপ্রুসি মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা আহ্বায়ক রাপ্রু মারমাসহ ছাত্র ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ , মহিলা যুব ঐক্য পরিষদে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ৭১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিতে সভাপতি হলেন ইঞ্জিনিয়ার ক্যরী মগ, সাধারণ সম্পাদক সাথোয়াইপ্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মংনু মারমা, সিনিয়র সহ-সভাপতি চিংহ্লামং মারমা, সহ- সভাপতি সুইচিং মারমা, পাইসাউ মারমা, উষাজাই মারমা, থোয়াইউখই মারমা, উথোয়াইচিং মারমা উত্তম, যুগ্ম সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, কংজরী মারমা, সহ-সাধারণ সম্পাদক মংসানু মারমা, অংগ্য মারমা (যোগ্যাছোলা), মংসাথোয়াই মারমা, আহ্লামং মারমা, নিউসাই মারমা, অংশেউ মারমা, সহ- সাংগঠনিক সম্পাদক চাইথোয়াই মারমা, অংগ্য মারমা (ডাইনছড়ি), উসাবাই মারমা, বাবু মারমা, চরাসাই মারমা, সহ- অর্থ সম্পাদক উগ্য মারমা, শিক্ষা বিষয়ক সম্পাদক থোয়াইচিং মারমা, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক চিনিঅং মারমা, তথ্য প্রচার প্রকাশনা সম্পাদক থুইসাঅং মারমা, সহ-তথ্য প্রচার প্রকাশনা সম্পাদক চিংহ্লা মারমা, আইন বিষয়ক সম্পাদক মংনু মারমা (আমতলী), সহ- আইন বিষয়ক সম্পাদক রা¤্রাসাই মারমাসহ ৭১জন বিশিষ্ট সদস্য নিয়ে খাগড়াছড়ি জেলা যুব ঐক্য পরিষদ কমিটি ঘোষনা করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ¤্রাসাথোয়াই মারমা বক্তব্য বলেন, মারমা ঐক্য পরিষদ একটি শক্তিশালী সামাজিক সংগঠন। এই সংগঠনে বিভিন্ন উপজেলা ছড়িয়ে ছিটিয়ে মারমা জনগোষ্ঠী রয়েছে। তারা একানকার মারমা জনগোষ্ঠেী দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হওয়ার সত্বেও শিক্ষাদীক্ষা, সরকারী চাকরী দিক দিয়ে পিছিয়ে রয়েছে। সেইজন্য আমরা সকল মারমা জনগোষ্ঠী একত্রিত হয়ে কাজ করার আহ্বান করেন। তিনি আগামী ২২শে সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মহা সমাবেশ করার ঘোষনা দেন।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)