হিথ স্ট্রিকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য

Generic placeholder image
  Ashfak

ক্যানসারে আক্রান্ত হয়ে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মারা যাওয়ার খবর আজ বুধবার ক্রিকেট বিশ্বে পাওয়া যায়

এর পরপরই শোকের ছায়া নেমে আসে ক্রিকেটবিশ্বে কিন্তু কয়েক ঘণ্টা পেরোতেই শোনা গেল বেঁচে আছেন তিনি আর বেঁচে থাকার খবরটি নিশ্চিত করেছেন খোদ স্ট্রিক!

এক টুইটে আজ জিম্বাবুয়ের সাবেক পেসার স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা লিখেছিলেন, দুঃখের সংবাদ এসেছে যে হিথ স্ট্রিক পরপারে চলে গেছে শান্তিতে থেকো কিংবদন্তি আমাদের দেশের সেরা অলরাউন্ডার তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের যখন আমার বোলিং স্পেল শেষ হয়ে যাবে, তখন পরপারে তোমার সঙ্গে দেখা হবে

শুধু ওলোঙ্গা একা নন, একই খবর জানিয়ে টুইট করেছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার শন উইলিয়ামস সহ আরও অনেকে তাদের টুইটের সূত্র ধরে নিউজ করেছিল বিশ্বের অনেক শীর্ষ সংবাদমাধ্যম খবরটি প্রকাশ্যে আসতেই ক্রিকেটবিশ্বের হাজারো মানুষ তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন কিন্তু পরে জানা গেল, খবরটি ভুয়া

ওলোঙ্গা নিজের আগের টুইটটি ডিলিট করে দিয়েছেন নতুন টুইটে তিনি হিথ স্ট্রিকের সঙ্গে চ্যাটের একটি অংশ শেয়ার করে লিখেছেন, আমি নিশ্চিত করতে পারি যে, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি সঠিক নয় আমি মাত্রই তার কাছ থেকে জানলাম থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন সে ভালোভাবেই জীবিত আছে

ওলোঙ্গার শেয়ার করা চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, স্ট্রিক নিজেই ওলোঙ্গাকে লিখেছেন, আমি ভালোভাবেই জীবিত আছি... রান আউটটি ঘুরিয়ে দাও, বন্ধু।  

আরও পড়ুনঃ নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদদিয়েছে আল হিলাল

জবাবে ওলোঙ্গা লিখেছেন, হা হা, শুনে খুবই খুশি হলাম ব্যাপারটা খুব দ্রুত ছড়িয়ে গেছে তুমি একরাতের মধ্যে মারা গিয়েছিল ভাই

২০০০-২০০৪ সাল এই সময়ে জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন দেশটির ইতিহাসের সেরা অলরাউন্ডার স্ট্রিক জাতীয় দলের হয়ে ৬৫টি টেস্টের সঙ্গে ১৮৯টি ওয়ানডে খেলেছেন তিনি টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়া জিম্বাবুয়ের একমাত্র বোলার স্ট্রিক প্রায় এক যুগের ক্যারিয়ারে অনেকটা একা হাতেই টেনেছেন দলকে

 

২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ২০১৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)