প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালি ভরাট

Generic placeholder image
  Ashfak

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অন্যতম বৃহৎ জলাশয় বেলাই বিলে আবাসনের নামে বালি ও মাটি ভরাট, স্থাপনা নির্মাণ এবং অবিলম্বে দখল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের পরিচালকের (এনফোর্সমেন্ট) প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতে নর্থ সাউথ হাউজিং কোম্পানি যে ফসলি জমিতে যে বালি ভরাট করছে তার উপর নিষেধাজ্ঞা জারি করে।

অন্যদিকে অবৈধ রিয়েল এস্টেট ডেভেলপার নর্থ সাউথ ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলের কিছু অংশ অধিগ্রহণ করেছে। আইন লঙ্ঘন করে সে ফসলি জমিতে বালি দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণ করছে। কিন্তু প্রশাসন সব জেনেও এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)