চীনের মধ্যস্থতায় ব্যাপক সমঝোতার চুক্তি হয়েছিল ইরান-সৌদির

Generic placeholder image
  Ashfak

চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ পরস্পরের চিরশত্রু গণ্যকারী সৌদি  আরব-ইরান সমঝোতা চুক্তি করেছিল সেই সমঝোতা চুক্তির রহস্য জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-

ওয়াং- বলেছেন, অসংখ্য বিষয়ে আপসের অঙ্গীকারে চালিত হয়ে ওই চুক্তি হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং- আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিজস্ব স্বার্থ বজায় রাখার স্বার্থে চীন বিবাদমান দেশগুলোকে নিয়ে বসতে এবং তাদের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত

ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশটির পাশে দাঁড়ানোরও অঙ্গীকার করেন ওয়াং-

আরও পড়ুনঃ পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা উড়িয়ে দিতে আসছে রুবলের ডিজিটাল সংস্করণ

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান সৌদি আরবের মধ্যে আকস্মিক বৈরিতার অবসান হয় এই দুই দেশের মধ্যে বৈরিতার কারণে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে অস্থিতিশীল করে তুলেছিল সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)