রাজবাড়ীর গোয়ালন্দে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

Generic placeholder image
  Ashfak

গতকাল ১৯ আগস্ট   আনুমানিক বিকাল তিনটা ১০ মিনিটে  র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৭৮,০০০/- (এক লক্ষ আটাত্তর হাজার) টাকা মূল্যের ৮৯ (ঊননব্বই) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম 
১। মোঃ রানা মোল্লা (২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-কানাই হাজির কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর ও ২। মোঃ সোহানুর রহমান @সোহান (২৭), পিতা-মোঃ জিয়াউর রহমান ইসলাম, সাং-ছোট উদাস, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,৯৫০/- (এক হাজার নয়শত পঞ্চাশ)  টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ  দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

কে এম শাইখ আকতার(লেফটেন্যান্ট কমান্ডার) কোম্পানি অধিনায়ক ,র‍্যাব-১০, সিপিসি-৩,ফরিদপুর।

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)