লামা-আলীকদমে জাতীয় শোক দিবস উপলক্ষে ৫৭ বিজিবি কর্তৃক ত্রাণ ও চিকিৎসা সহায়তা 

Generic placeholder image
  Ashfak

লামা-আলীকদম উপজেলায় ৫৭ বিজিবি কতৃক ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে চলছে। বন্যা পরবর্তী দুর্যোগ কবলিত মানুষের মাঝে জরুরী খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছেন বিজিবি আলীকদম ব্যাটালিয়ন। ১৫ আগস্ট জাতির জনকের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে লামা-আলীকদম উজেলায় সাড়ে তিন শ্ পরিবারকে খাদ্য সামগ্রী (চাল, ডাল,তেল, আলু ও চিনি) বিতরণ করেন। এছাড়া একই দিন পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা দেন। ৫৭ বিজিবি' অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি এর সার্বিক তত্ববধানে জনগোষ্ঠির মাঝে এই সেবা চলমান রয়েছে। মেডিকেল টিমের নেতৃত্ব দেন, ডা: ক্যাপ্টেন্ট মশিউর রহমান।১৫ আগস্ট ২০২৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৭ বিজিবি জানায়, "বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলীকদম ও লামা উপজেলা এবং থানচি উপজেলাস্থ দুর্গম পাহাড়ী এলাকার সীমান্ত রক্ষী পোষ্ট হতে একযোগে অসহায়, দুঃস্থ এবং অতিরিক্ত জলাশয়ে ক্ষতিগ্রন্থ বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সর্বমোট ৩৩৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাউল, ডাল, চিনি, তৈল ও আলু) এবং চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়।জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলার আলীকদম উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম উপজেলার নয়াপাড়া মংশুপাড়া (২নং ওয়ার্ড), ইদ্রিছ কারবারীপাড়া (৫নং ওয়ার্ড), বাবুপাড়া (৬নং ওয়ার্ড) এবং লামা উপজেলায় অতিরিক্ত জলাশয়ে ক্ষতিগ্রস্থ স্থানীয় গরীব-দুঃস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালিসহ মোট ২০০টি পরিবার এবং দুর্গম পাহাড়ী এলাাকার সীমান্ত পোষ্ট সংলগ্ন আরও ১৩৫টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ০৫ কেজি চাউল, ০১ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫০০ মিলি তৈল এবং ০১ কেজি আলু খাদ্য সামগ্রী আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি এর উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। একই দিনে সকাল ০৮০০ ঘটিকা থেকে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মশিউর রহমান, এএমসি কর্তৃক ২০০ জনের অধিক অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়। বিতরণকালে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি বলেন, 'আজ মহান শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনাসহ, আমি আশা করি বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হয়ে অত্র ব্যাটালিয়ন সর্বদা যেকোন দুর্যোগ পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের পাশে থাকবে"।
জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)