কমলগঞ্জের লাউয়াছড়ায় সড়কে উপড়ে পড়লো গাছ

Generic placeholder image
  Ashfak

টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ উপড়ে পড়েছে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া পাশের ৩৩ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন ছিড়ে যায়। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছে সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা।  

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। এত দুর্ভোগে পড়ে যাত্রীরা।  বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের কর্মীরা গাছ কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সাজু মারচিয়াং জানান, সিএনজি চালিত অটোরিকশাটিতে চালকসহ ৫ জন ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ এলাকার কর্মীরা মিলে সড়কে পড়া গাছ কেটে অপসারণ করেছে।
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)