হালুয়াঘাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন

Generic placeholder image
  Ashfak

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়, এবারের প্রতিপাদ্য ছিল " সংগ্রাম - স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা " দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেন , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান সকল কর্মকর্তাদের নিয়ে প্রথমেই বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে  আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়,  এ সময় উপস্থিত থেকে বক্তব্য ও সেলাই মেশিন বিতরন করেন  উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ ও সাখাওয়াত হোসেন ফকির,ওসি সুমন রায় সহ সরকারী সকল দপ্তরের  কর্মকর্তা সহ বিশিষ্টজন।
এই দিকে বাংলাদেশ আওয়ামী হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, সকাল ৯ ঘটিকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ  করা হয়।পরে দলীয় কার্যালয়ে উপজেলা শাখার সহ সভাপতি উপাদ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে  আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়, এসময় উপস্থিত থেকে  বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞা,   সহ সভাপতি আবদুল হোসেন আজাদ,বজলুর রহমান, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য কাঞ্চন সরকার, আসমাউল হোসনা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, শাহ আলম,ইমরান মোহাম্মদ হান্নান,কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তৃতারা এই মহীয়সী নারীর জীবনের বিভিন্ন দিক নিয়ে সৃতিচারণ করে বলেন বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

সমীর সরকার,হালুয়াঘাট প্রতিনিধি 
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)