জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন রুশ গোয়েন্দারা!

Generic placeholder image
  Ashfak

ইউক্রেনে আগ্রাসনের পরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিন বার হত্যার পরিকল্পনা করেছিল রাশিয়া কিন্তু ভাগ্যক্রমে, প্রতিটিবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির সহায়তায় সেই চক্রান্ত বানচাল হয়ে গেছে

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে এক নারী আটক  হয়েছেন সোমবার ( আগস্ট) এমন দাবি করেছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এক প্রতিবেদনে খবর জানিয়েছে সিএনএন দ্য গার্ডিয়ান

বিবৃতিতে আটক হওয়া নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি এসবিইউ তবে সে ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলের বাসিন্দা

গত মাসের জুলাইয়ের শেষে মাইকোলাইভে জেলেনস্কির পরিকল্পিত সফর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন ওই নারী বিমান হামলায় হত্যাচেষ্টায় রাশিয়াকে তথ্য সরবরাহ করেছিলেন তিনি

এসবিইউ এজেন্টরা নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই জানতে পারে হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় জেলেস্কির সফরে ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে হাতে নাতে ধরা হয়েছিল সে শত্রুদেরকে তথ্য দিয়ে সহায়তার চেষ্টা করছিল

আরও পড়ুনঃ বিচ্ছেদের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন তদন্তে দেখা গেছে, মাইকোলাইভের একটি সামরিক দোকানে একসময় বিক্রিয় কর্মী ছিলেন তিনি

ঘটনায় জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই করছে এসবিইউ

ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কয়েকবার জেলেনস্কিকে হত্যার চেষ্টা হয়েছিল বিভিন্নভাবে কিন্তু সবগুলোই ব্যর্থ করে দেওয়ার দাবি করে দেশটির সামরিক বাহিনী

এর আগে জেলেনস্কির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইয়ান-ইয়াভেস লি দ্রিয়ান বলেন, প্রয়োজন হলে আমরা তাকে সহায়তা করতে প্রস্তুত আছি

এদিকে ন্যাটো সেক্রেটারি ইয়ান স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন আগ্রাসনে রাশিয়া গুচ্ছ বোমার ব্যবহার করেছে শুক্রবার ( মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা গুচ্ছ বোমার ব্যবহার দেখেছি এছাড়া অন্যান্য বোমার ব্যবহারও করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

 

সূত্র: সিএনএন

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)