ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন 

Generic placeholder image
  Ashfak

 “আসুন সবাই গীতা পড়ি, গীতার আদর্শে জীবন গড়ি" শ্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল এগারোটায় উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের হলরুমে গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায়, গংগারহাট এম.এ.এইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শশী কান্ত রায় ও উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনীল চন্দ্র রায়ের যৌথ উদ্যোগ ও আয়োজনে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার ও প্রশিক্ষণের উদ্বোধন করেন আন্তঃ উপজেলা নাম যজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের সভাপতি বাবু সুশীল কুমার রায় এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পূজা উদযাপন পর্ষদের সভাপতি বাবু কার্তিক চন্দ্র সরকার।

এসময় সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেনের সঞ্চালনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, সনাতন মৈত্রী সংঘ বাংলাদেশ, রংপুর বিভাগের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার, সাধারণ সম্পাদক কমলেশ্বর রায়, উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।  
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)