ফরিদপুরে শহীদ পরিবার , বীর মুক্তিযোদ্ধা ,ও নারী মুক্তিযোদ্ধাদের ‌ সমমনা জ্ঞাপন অনুষ্ঠান

Generic placeholder image
  Ashfak

ফরিদপুরে ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি কর্তৃক শহীদ  পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার এবং আগরতলা ষড়যন্ত্র মামলার ৫ নং আসামি নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলা ৭১ এবং উত্তরাধিকার নিউজ এর সম্পাদক সাংবাদিক প্রবীর সিকদার, বক্তব্য রাখেন একাত্তরের শহীদ পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার প্রবীর মিত্র, বাদল মুন্সী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ ফরিদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার।
সভায় বক্তারা  সরকারিভাবে শহীদদের নাম গেজেট ভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে  সম্মাননা করা হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)