ফরিদপুরের কাঁচা বাজারের ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

Generic placeholder image
  Ashfak

ফরিদপুর শহরের কাঁচা বাজারের আলু ও কাঁচা মরিচের দর বেশি নেওয়া এবং হলুদ, ধনিয়ার ‍গুড়ায় মূল্য তালিকা না থাকার অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। 

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পযন্ত ফরিদপুর শহরের চকবার বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, আলু ও কাঁচা মরিচের অধিক দাম রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

এসময় সিভিল সার্জন কাযালয়ের  জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)