ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে আহত একজন

Generic placeholder image
  Ashfak

বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামরে ফরিদপুরে এক ব্যাক্তি গুরুতর আহত। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
সাপের কামড়ে আহত ব্যাক্তির নাম মো: ইসলাম। তিনি একজন বেদে সম্প্রদায়ের সাপুড়ে।
জানা যায় তিনি আজ মঙ্গলবার  সকালে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চর এলাকায় সাপ ধরতে যান, সেখানে তিনি রাসেল ভাইপার সাপটিকে দেখে অজগরের বাচ্চা ভেবে হাত দিয়ে ধরতে গেলে রাসেল ভাইপার সাপটি সাপুড়ে ইসলামের হাতে কামড় বসিয়ে দেয়। এ সময় তিনি সাপের কামড় খেয়েও সাপটিকে ছাড়েননি এবং আটকে রাখেন।
বাড়িতে আসার পর সাপুড়ে ইসলামের রক্তবমি শুরু হলে পরিবারের অন্য সদস্যরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় ইসলামকে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তারা বিষাক্ত রাসেল ভাইপার সাপটিকে সাথে করে হাসপাতালে নিয়ে আসেন।
সাপের কামড়ে আহত ইসলামের বাড়ি বিক্রমপুর জেলায়, বর্তমানে তিনি ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার বেদে পল্লীতে বসবাস করেন। 
এর আগে ১৩ এপ্রিল ওই একই উপজেলার টিলারচর এলাকায় মো. বিশা প্রামাণিক নামে এক কৃষকের এই বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যু হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)