মিরসরাইয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Generic placeholder image
  Ashfak

বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুলছুমা চম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেত্রী এডভোকেট শিমুল ফারুল, হাটহাজারী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিনা পারভীন হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব মহিলা লীগ নেত্রী লিজা আক্তার, ফারহানা আক্তার রিয়া, কুলসুমা আক্তার কলি, মর্জিনা আক্তার স্বর্ণা প্রমুখ। আলোচনা সভা ও কেক কাটার পর মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে ফলজ গাছ রোপণ করেন অতিথিবৃন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা যুব লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সকল নেত্রীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুলছুমা চম্পা বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। বর্তমান সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা স্মরণ করেই আগামী নির্বাচনে পুণরায় বর্তমান সরকারকে নির্বাচিত করবে বাংলার জনগণ।
রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)