বদলগাছী পাহাড়পুরে গোসলের বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু 

Generic placeholder image
  Ashfak

নওগাঁ,বদলগাছী উপজেলার পাহাড়পুরে বালতির পানিতে পড়ে রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়,মৃত রোজা বদলগাছীর উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের কিসামত পাঁচঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে,(১০ জুলাই সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির টিউবওয়েল পাড়ে একটি বড় বালতিতে করে পানি দিয়ে মেয়েকে গোসল করতে বলে তার মা ঘরের কাজ করতে গেলে কিছুক্ষণ পরে  রোজার ভাই জুনাইদ (৮) এসে দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এ অবস্থা দেখে সাথে সাথে ঘরে গিয়ে মাকে ডাক দেয়।
রোজার মা এসে রোজাকে বালতির মধ্যে থেকে তুলে দেখে সে মারা গেছে, চিৎকার চেঁচামেচি করে কান্না করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। 
স্থানীয় লোকজন এসে দেখে রোজা মারা গেছে, এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরিবারের লোকজন থানায় কোন অভিযোগ করেনি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) অভিযোগ হয়েছে।
নওগাঁ, রাজশাহী

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)