আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল

Generic placeholder image
  Ashfak

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন টাইগার দলপতি তামিম ইকবাল আজ দুপুর টা ১৫ মিনিটেই নির্ধারিত হটেলে পৌঁছান তামিম শুরু থেকেই দেখা যায় তার চোখে পানি ছলছল করতে

মিনিট ১০ পর কথা শুরু করেই তামিম জানান, বুধবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি

তামিম শুরুতেই বলেন , নরম্যালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি খুব দ্রুতই শেষ করবো আমি

নিজের বাবার স্বপ্ন পুরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তিনি বলেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি

আরও পড়ুনঃ রাণীশংকৈলে বঙ্গবন্ধু - বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার অবদান ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)