ইউক্রেনই পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছেঃ রাশিয়া

Generic placeholder image
  Ashfak

 জাপোরিঝিয়ায় ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়কর হামলার পরিকল্পনা করছে ইউক্রেন এমন অভিযোগই তুলেছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দাবি করেছেন

পেসকভ বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক কিয়েভ প্রশাসন বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে'

এই ক্রেমলিন মুখপাত্রের আরো দাবি, ইউক্রেনের আনা অভিযোগ খণ্ডানোর জন্য সব প্রস্তুতি রাশিয়ার আছে

আরও পড়ুনঃ জেনিন থেকে বেরিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা,পাল্টা হামলায় নিহত

এসময় রাশিয়ার রাষ্ট্র পরিচালিত পরমাণু কোম্পানি রোসাটমের উপদেষ্টা রেনাত কারছা বলেছেন, রাশিয়া জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন তিনি বলেছেন, আমরা সেখানে কেনো বিস্ফোরণ ঘটাতে যাবো? এটা তো নির্বুদ্ধিতা

 

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)