লোহাগড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী আ'লীগ নেতা আব্দুল্লাহ

Generic placeholder image
  Ashfak

আওয়ামী লীগ নেতা প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ) শনিবার লোহাগড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। জানা গেছে, শনিবার বেলা ১১টায় নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ(অবঃ) লোহাগড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। লোহাগড়া সরকারি কলেজ সংলগ্ন নিজ পিতার নামে প্রতিষ্ঠিত মুন্সি মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরীর কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ(অবঃ) বলেন, একটি দেশের উন্নয়ন এর জন্য দরকার দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব ও ধারাবাহিকতা। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সঠিক পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে দেশী বিদেশী স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও প্রত্যক্ষ মদদে তাকে সপরিবারে হত্যা করা হয়। এর পর দীর্ঘ ২১ বছরের সামরিক শাসক ও তাদের দোসররা এই দেশে গণহত্যা ও লুটপাট এর রাজত্ব কায়েম করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও জমে থাকা সমস্ত জঞ্জাল সরানো সম্ভব হয়নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বদলে যেতে থাকে বাংলাদেশ। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ অনুন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। পরিণত হয়েছে ডিজিটাল বাংলাদেশে। পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। বড়বড় বিদ্যুৎ কেদ্র, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব মিলিয়ে একটি আধুনিক বাংলাদেশ। মতবিনিময়কালে তিনি আরো বলেন, লোহাগড়া পৌরসভা রাস্তাঘাট এর তেমন উন্নয়ন চোখে পড়েনা। মুক্তিযুদ্ধের সূতিকাগার লোহাগড়া নড়াইলে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কোন উদ্যোগ নেয়া হয়নি। রেষ্ট হাউজ, মানসম্মত ষ্টোডিয়াম, কমিউনিটি সেন্টার, ক্রীড়া কমপ্লেক্স, শিশু পার্ক, বয়স্ক নিবাসের মত কোন প্রতিষ্ঠান নেই। আজ যেমন জাতীয় পর্যায়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখা দরকার। তেমনি স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন প্রকৌশলী নড়াইল-২ আসনের উন্নয়নের জন্য বিশেষ অবদার রাখতে পারে বলে আমি মনে করি। তাই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে সামিল হতে চাই। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এ্যাডঃ আব্দুস সালাম খান, রুপক মুখার্জী, মোঃ খায়রুল ইসলাম, শিমুল হাসান প্রমুখ।


ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)