ফরিদপুরে ঈদুল আজহা কে কেন্দ্র করে জমে উঠেছে খাসির হাট

Generic placeholder image
  Ashfak

পবিত্র ঈদুল আজহা কে কেন্দ্র করে ফরিদপুর শহরের ‌ বিসর্জন ঘাটে অস্থায়ী খাসির হাটে বেচাকেনা জমে উঠেছে। এছাড়া এই হাঁটে বিভিন্ন শ্রেণী পেশার ক্রেতাদের আগমনে সকাল থেকে মুখরিত হয়ে উঠছে ‌ উক্ত স্থানটি।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ রবিবার  সকাল দশটা থেকে ‌ আরম্ভ হয়েছে এই হাট আর তা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
এখানে ছাগল ছাড়া ও ‌ ভেড়া বিক্রি করতে দেখা যাচ্ছে। বেচাকেনা কেমন হচ্ছে ‌ এ প্রশ্নের উত্তরে একজন বিক্রেতা জানান ‌
বেচাকেনা ততটা হচ্ছে না ,তারা যে আশা নিয়ে হাটে এসেছিলেন তা টার্গেট পূরণ করতে পারছেন না। যেখানে একটা ছাগলের দাম তারা চাচ্ছেন ৮থেকে ২০ হাজার টাকার মধ্যে সেখানে ক্রেতারা বলছেন ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে ।
তারপরও এখানে ক্রেতারা আসছেন নির্ধারিত বাজেটের মধ্যেই সংগ্রহ করছেন তার প্রয়োজনীয় পশুটি। অন্যদিকে ভেড়ার দাম ও প্রায় একই রকম।
এদিকে পশু কিনতে এসে ক্রেতা বা বিক্রেতারা যাতে কোন হয়রানির শিকার না হন সে ব্যাপারে এখানকার কর্তৃপক্ষ অনেক আন্তরিক বলেও জানিয়েছেন ‌ ক্রেতা বিক্রেতা উভয়েই। এদিকে এই হাটে  আসা সবচেয়ে বড় ছাগলের দাম চাওয়া হচ্ছে ‌ ৬০০০০ টাকা। এছাড়া সর্বনিম্ন ৮ থেকে ১০ হাজারের মধ্যেও বিভিন্ন রকমের ছাগল পাওয়া যাচ্ছে এখানে। আগামী বুধবার আরেকটা হাট আছে এখানে সেইহাটে বেচাকেনা ভালো হবে বলে আশা করছে হাট কর্তৃপক্ষ ক্রেতা এবং  বিক্রেতারা।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)