ছয় দফা দাবিতে ফরিদপুরে ম্যাটসের মানববন্ধন 

Generic placeholder image
  Ashfak

ফরিদপুরে অধ্যক্ষের অপসারণসহ ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ম্যাটস। আজ  রোববার বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। 
এর আগে গত ৫ জুন থেকে তাদের ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে। 

 তাদের ৬ দফা দাবিগুলো হলো, বর্তমান অধ্যক্ষের অপসারণ, হোস্টেল সুপার ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী করা, ছাত্র-ছাত্রী নিবাসের বসবাস উপযোগী করা-  বহিরাগতদের  প্রবেশ বন্ধ করা, হোস্টেলগুলোতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, ম্যাটসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,  আবু সুফিয়ান খান, তানজিলা জাহান,রবিউল  ইসলাম, শামীমা আক্তার প্রমুখ। 
এ সময় শিক্ষার্থীরা বলেন অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটিতে  শিক্ষার্থীদের বসবাস এবং পাঠদান ব্যাহত হয়ে পড়ছে। একজন শিক্ষার্থীর হোস্টেলে বসবাস করার কোন রকম উপযোগী পরিবেশ নেই, বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার ম্যাটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি কিন্তু তাঁরা আমাদের কোন বিষয়ে কর্ণপাত করেননি। যে কারণে আমরা বাধ্য হয়েছি ক্লাস বর্জন করে রাজপথে নামতে।  হোস্টেলগুলোতে ছেলে কিংবা মেয়েদের নিরাপত্তা নেই,  সন্ধ্যা হলেই সেখানে বহিরাগত দুষ্টু ছেলেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠি আমরা।
তাদের দাবি পূরণ না হলে  আরো বৃহত্তর কর্মসূচির   কর্মসূচি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)