একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো হাজারো মানুষ

Generic placeholder image
  Ashfak

অমর একুশে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের অম্বিকা ময়দান সংলগ্ন শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা অর্পণ করে হাজারো মানুষ।

রাত বারোটা এক মিনিটে ভাষা শহীদদের  স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে হাজারো মানুষ ও বিভিন্ন সংগঠনগুলো।
 এদিন প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফরিদপুরের জেলা প্রশাসন, জেলা প্রশাসন এরপরে ফরিদপুর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, পিবিআই, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন নৌ পুলিশ , সহ পুলিশ বিভাগের অন্যান্য শাখা, ফরিদপুর জেলা পরিষদ ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ,মুক্তিযোদ্ধা সংসদ মেয়র,ফরিদপুর পৌরসভা ফরিদপুর প্রেসক্লাব  চেয়ারম্যান,উপজেলা পরিষদ,ফরিদপুর. মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ  ফরিদপুর জেলা যুবলীগ,শ্রমিক লীগ, মৎস্য চাষী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ,ছাত্রলীগ জেলা কারাগার, ফরিদপুর। আবাহণী ক্রীড়াচক্র, জেলা ক্রীড়া সংস্থা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, পানি উন্নয়ন বোর্ড,  পূজা উদযাপন পরিষদ, বি এম এ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, শহীদ সুফি নাট্যচক্র, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ , পল্লী প্রগতি সহায়ক সমিতি, ফরিদপুর টাউন থিয়েটার, বৈঠকখানা, গণপূর্ত বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস , ফরিদপুর স্বর্ণ শিল্পী সমিতি,  জেলা শিক্ষা অফিস  জয় নারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন।
এ সংবাদ লেখা পর্যন্ত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানটি চলছিল ।
ফরিদপুর জেলা প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)