টানা দ্বিতীয় দিনের মতো ভারতের বিবিসির অফিসে তল্লাশি

Generic placeholder image
  Ashfak

বিবিসির অফিসেটানা দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাচ্ছেন ভারতীয় আয়কর কর্মকর্তারা গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির আলোচিত তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পরেই ঘটনা ঘটছে

গুজরাটে ২০০২ সালে মুসলিম-বিরোধী দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা ঘিরে ওই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছিল তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী

আয়কর কর্মকর্তাদের অভিযানের পরিপ্রেক্ষিতে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) ভারতে কর্মরত কর্মীদের কাছে পাঠানো এক -মেইলে সম্প্রচার বিভাগ ছাড়া বাকি সবাইকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে

-মেইলে বলা হয়েছে, কারও কাছে ব্যক্তিগত আয় সম্পর্কিত প্রশ্ন করা হলে তার উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারেন কর্মচারীরা তবে তাদের অন্যান্য বেতন-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া উচিত

-মেইলে বিবিসি তার কর্মীদের ভারতীয় কর কর্মকর্তাদের সবধরনের সহযোগিতা করার এবং যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার পরামর্শ দিয়েছে

বিবিসির অফিসে ভারতীয় কর্তৃপক্ষের এই তল্লাশি তদন্তের বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ঘটনা সম্পর্কে অবগত, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থানে নেই

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা সারা বিশ্বে মুক্ত সংবাদপত্রের গুরুত্বকে সমর্থন করি আমরা মতপ্রকাশ এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার গুরুত্বকে মানবাধিকার হিসেবে তুলে ধরছি, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকে শক্তিশালী করতে অবদান রাখে এটি ভারতের গণতন্ত্রকেও শক্তিশালী করেছে

আরও পড়ুনঃ রহস্যময় বস্তু ভূপাতিত করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট যুক্তরাষ্ট্রের মিসাইল

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় কর কর্মকর্তারা বুধবার বিবিসির অ্যাকাউন্টগুলোতে মূলদৃষ্টি দেবেন এবং সংস্থাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রশ্ন করবেন

বিবিসির বিরুদ্ধে অননুমোদিত কর সুবিধা, কর ফাঁকি, মুনাফা গোপন করা, নিয়ম না মেনে চলার মতো বিভিন্ন গুরুতর অভিযোগের তদন্ত করছে ভারতীয় কর কর্তৃপক্ষ বিষয়ে ব্রিটিশ সংস্থাটিকে অতীতে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সহযোগিতা করেনি বলে দাবি করেছে ভারত

 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)